Views Bangladesh Logo

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

 VB  Desk

ভিবি ডেস্ক

জ মঙ্গলবার জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। এদিন বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৮ বল হাতে রেখে ৮ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ৯ বল হাতে রেখে ৬ উইকেট জিম্বাবুয়েকে হারায় স্বাগতিকরা।

ইএসপিএন ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে একবার। বিপরীতে টাইগাররা জয় পায়  তিনবার।

দেশের ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে ভারী করার আরেকটি সুযোগ এসেছে। তারা স্বাগতিক দলের কাছে আরেকবার হোয়াইটওয়াশ হতে পারে।

ম্যাচ-পূর্ব বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলনে সহকারী কোচ নিক পোথাস বলেছেন, ‘উইকেট ভালো আছে। তবে প্রথম ১০ ওভার উভয় দলের জন্যই কঠিন। আমাদের বোলাররা বিশেষ করে শুরুতে ভালো চাপ সৃষ্টি করেছে। প্রতিপক্ষের শক্তিশালী নতুন বোলার আছে। আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি সামলিয়ে নিচ্ছে। তবে এ উইকেটে শুরুতে ব্যাট করা সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সিরিজে জয় সবার আগে। আমরা সেদিকেই মনোনিবেশ করেছি। পরীক্ষা-নিরীক্ষা আসে পরে। আমাদের অগ্রাধিকার ছিল এই উইকেটে জয় পাওয়া এবং আমরা সেদিকেই আছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ