Views Bangladesh Logo

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।

এদিকে পাকিস্তান সিরিজে চোট পাওয়া পেসার শরীফুল ইসলামকে রাখা হয়নি স্কোয়াডে। কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি এই বাঁহাতি পেসার।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর, কানপুরে।

ভারত সফরে টাইগারদের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ