Views Bangladesh Logo

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চাকরি ছাড়লেন বাংলাদেশ কোচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পারিবারিক সমস্যার কথা জানিয়ে চাকরি ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি বড় ধাক্কা।

শুক্রবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

এর আগে সম্প্রতি আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশ অধ্যায় শেষ করার কথা জানান নিক পোথাস। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সব ভালো জিনিসেরই শেষ আছে, সবকিছুর মতো এটারও শেষ হতেই হতো। বিসিবির সাথে থাকাকালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। অসামান্য স্মৃতি তৈরি করেছি, সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি, নতুন রেকর্ড গড়েছি।’

আপাতত পরিবারকে সময় দেয়ার কথা জানিয়ে পোথাস বলেন, ‘এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি আমি। পরের অধ্যায়ে কী আছে দেখা যাবে। বাংলাদেশের সামনে রোমাঞ্চে ভরা একটা বছর। শুভ কামনা রইল, তোমাদের মিস করব।’

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। ২০২৬ সালের মার্চ পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। বাংলাদেশ দলে তিনি মূলত ফিল্ডিং নিয়ে কাজ করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গেও কাজ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ