Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী দলের ক্রিকেটাররা। বুধবার দুই দলের ক্রিকেটার ও কর্মকর্তারা সেখানে যান।

ক্রিকেটারদের সঙ্গে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসনও। 

গণভবনে দুই দলের নারী ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। এসময় বাংলাদেশ নারী দলকে অনুপ্রেরণাও দেন তিনি। এছাড়া বাংলাদেশের নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। 

নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়া দল অপ্রতিরোধ্য। ওয়ানডেতে রেকর্ড ৭ বার আর টি-টোয়েন্টিতে ৬ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দলটি। প্রথমবারের মতো সেই দলটি বাংলাদেশে খেলতে এসেছে। চলতি সফরেও অপ্রতিরোধ্য অ্যালিসা হিলিরা।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ