প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারাল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত রানের রোমাঞ্চকর জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এর সুবাদে ছয় বছর পর ক্যারিবিয়দের টি-টোয়েন্টিতে হারালেন টাইগাররা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে গড়ায় সিরিজের প্রথম ম্যাচটি।
বাংলাদেশের ছুড়ে দেয়া ২০ ওভারে ১৪৮ রানের টার্গেট নিয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েলের ৩৫ বলে ৬০ রান নেয়া সত্ত্বেও মেহেদী হাসানের ক্যারিয়ার-সেরা ১৩ রানে চার উইকেট এবং হাসান মাহমুদের ১৮ রানে দুই উইকেটে ভর করে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে সীমাবদ্ধ করে দেন।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ একটা সময়ে হারের আতঙ্কই ধরিয়ে দিয়েছিল। রোভমান পাওয়েল ও রোমারিও শেফার্ড ১৪ থেকে ১৬, এই তিন ওভারের মধ্যে ৫০ রান তুলে ম্যাচটি দলের নাগালে নিয়ে গিয়েছিলেন।
সেখান থেকে রিশাদ, তাসকিনদের দুটি কম রানের ওভারে ম্যাচ শেষ ওভারে গড়ায় ছয় বলে ১০ রানের সমীকরণে। যে ওভারের তৃতীয় বলে পাওয়েল আর পঞ্চম বলে আলজারি জোসেফকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশের ছয় উইকেটে ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস গড়ে ওঠে সৌম্য সরকারের ৩২ বলে ৪৩ রান এবং শামীম হোসেনের ১৩ বলে ২৭ রানের সুবাদে। ওয়েস্ট ইন্ডিজের বোলার আকিল হোসেইন এবং ওবেদ ম্যাককয় দুটি করে উইকেট নিলেও টাইগারদের প্রতিযোগিতামূলক স্কোর করা থেকে আটকাতে পারেননি।
এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ হবে ১৮ এবং ২০ ডিসেম্বর। উভয় দল একই ভেন্যুতে আরও ভালো খেলার প্রস্তুতি নিচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে