অবশেষে নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
নারী বিশ্বকাপের বাছাই পর্বের শেষটা জয়ে রাঙাতে পারলো না বাংলাদেশের মেয়েরা। শনিবার (১৯ এপ্রিল) স্বাগতিক পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারল তারা। এই হারের পরও ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্য ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জিতলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে পারেনি। তাদের অর্জন বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে পড়ায় বাছাই পর্ব থেকেই বিদায় নেয় ক্যারিবীয় নারী দল।
১৯ এপ্রিল শেষ হওয়া ৬ দলের বাচাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে পাকিস্তান। ৫ ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট তোলেছে তারা। বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় পায় নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে গিয়ে পয়েন্ট টেবিলে নেট রান রেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। বাংলাদেশের নেট রান রেট হলো- ০.৬৩৯। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে নেট রান রেটে বাংলাদেশের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পারেননি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচশেষে তাদের রান রেট দাঁড়ায় ০.৬২৬। ফলে নেট রান রেটে ০.০৩১৩ ব্যবধানে পিছিয়ে পড়ে ক্যারিবিয়ানরা।
বাছাই পর্বে প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে এগিয়ে যায়। তবে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারালেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে কোনো হিসাব-নিকাশ ছাড়া নাম লেখাতে পারতেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু এ ম্যাচেও বড় ব্যবধানে হারল তারা। ফলে বিশ্বকাপ নিশ্চিত করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয় তাদের।
লাহোরে শনিবার পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে বাংলাদেশকে। ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শারমিন আর রিতু মনি ৪৪ এবং পঞ্চম উইকেটে রিতু আর নাহিদা গড়েন ৪৭ রানের জুটি। এরপর আর বলার মতো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। শারমিন ২৪ রান করে আউট হন। রিতু মনি ৪৭ এবং শেষ পর্যন্ত ফাহিমা অপরাজিত ছিলেন ৪৪ রানে। ফলে ৯ উইকেটে ১৭৮ রান করে বাংলাদেশ। জবাবে ৩৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে