নারী বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়
পাকিস্তানে চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বকে যেন রেকর্ড গড়ার মঞ্চ বানিয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক রেকর্ড গড়ে রীতিমতো উৎসব করেছে তারা। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।
আগে ব্যাটিং করে স্কটিশদের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি। এক ম্যাচ আগে গড়া রেকর্ডটি ভেঙেছে তারা। থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে রেকর্ড সর্বোচ্চ ২৭১ রানের স্কোর গড়েছিল বাংলাদেশ। ওই রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড লিখলেন জ্যোতিরা। এই রেকর্ডগড়া ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে জিতেছে বাংলাদেশ। বাছাই পর্বে তাদের হ্যাটট্রিক জয় এটি। এতে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরো এক ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের রেকর্ড স্কোর গড়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৮৩*), ফারজানা হক (৫৭) ও শারমিন সুলতানা (৫৭)। ব্যাট হাতে আবারও ঝড় তুললেন জ্যোতি। ৫৯ বলে খেললেন ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ইনিংসে ১১টি চারের মার রয়েছে। এর আগের দুই ম্যাচে ১০১ ও ৭০ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। আজ দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি উপহার দেন ফারজানা ও শারমিন। এরপর চারটি জুটি গড়ে (১৯, ১৯, ৩৭ ও ৬১) দলকে রেকর্ড সংগ্রহ এনে দেন জ্যোতি। স্কটিশদের পক্ষে ব্রাইস দুটি উইকেট নেন।
জয়ের জন্য ২৭৭ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। নাহিদা আক্তার ও জান্নাতুলদের বিধ্বংসী বোলিংয়ের সামনে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। দলীয় ১১০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে স্কটিশরা। তবে অষ্টম উইকেটে রাচেল স্লেটার ও প্রিয়ানাজ চ্যাটার্জি ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে হারের ব্যবধান কমান। তারা ১১৫ রানের লম্বা জুটি গড়েন। এ জুটি ভাঙার পর বেশি দূর আর যেতে পারেনি স্কটল্যান্ড। নাহিদা আক্তার সর্বোচ্চ ৪ উইকেট পান। জান্নাতুল দুটি করে উইকেট নেন। রাবেয়া ও মারুফাও উইকেট পান। ম্যাচসেরা হন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে