দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (মে ৭) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের ৯ রানে পরাজিত করেছে টাইগাররা। এই জয়ের ফলে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৫৬ রান তুলতে সমর্থ হয়েছে জিম্বাবুয়ে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করেছেন ফারাজ আকরাম। ওপেনার মারুমানি খেলেছেন ৩১ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া রিশাদ হোসেনের পেয়েছেন দুটি উইকেট।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। লিটন দাস ১২, তানজিদ হাসান তামিম ২১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ রান করে সাজঘরে ফিরলে ৬০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর ৮৭ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক।
তাওহিদ হৃদয় খেলেন ৩৮ বলে ৫৭ রানের ইনিংস, আর জাকের আলীর ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট পান।
সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে