Views Bangladesh

Views Bangladesh Logo

উইন্ডিজের মাটিতে রেকর্ড গড়ে সিরিজ জয় টাইগারদের

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ব্যাটিংয়ের পর হয়তো খানিকটা হতাশাই ছিল বাংলাদেশের শিবিরে। কারণ প্রথম টি-টোয়েন্টির তুলনায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংগ্রহ আরও কম, মাত্র ১২৯ রান। তবে বল হাতে বাংলাদেশ নিজেদের সেরাটা উপহার দিয়েছে। তাসকিন আহমেদের দুর্দান্ত শুরুর পর শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং রিশাদ হোসেনের দুর্বার বোলিংয়ে ২৭ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিজেদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টাইগাররা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্সে ভেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট করে জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম এবং সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সিরিজ জয়। এর আগে ২০১৮ সালে ২-১ ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়েছিল বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লিটন দাস (৩ রান) এবং তানজিদ হাসান (শূন্য) দ্রুত বিদায় নেন। এরপর সৌম্য সরকার (১১) ও মেহেদি হাসান মিরাজ (২৬) দলের ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হয়ে যান সৌম্য। ইনিংসের শেষদিকে শামীম হোসেন পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। তিনি ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। কিন্তু তাসকিন আহমেদের দ্বিতীয় ওভারে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর শেখ মেহেদির স্পিনে কাবু হন চার্লস (১৪)। পাওয়ার প্লেতে ৪ উইকেটে মাত্র ৩২ রান তোলে ক্যারিবীয়রা।

পরে রোস্টন চেজ (৩২) ও আকিল হোসেন (৩১) দলকে জেতানোর চেষ্টা করেন। তবে রিশাদ হোসেনের টানা দুই বলে আউট হন চেস ও গুডাকেশ মোটি, যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাসকিনের করা ১৯তম ওভারে আকিল আউট হলে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের হয়ে তাসকিন ৩ দশমিক ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। শেখ মেহেদি ও তানজিম সাকিব ২টি করে উইকেট তুলে নেন। রিশাদ ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট। তাদের অসাধারণ বোলিংয়ে ইতিহাস গড়ার রাতে দারুণ এক জয় পায় বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ