Views Bangladesh

Views Bangladesh Logo

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ঢাকার নিন্দা

Diplomatic  Correspondent

কূটনৈতিক প্রতিবেদক

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

লকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানোর ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে।

বৃহস্পতিবার দুপুরে হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিটি সহিংস রূপ নেয় এবং বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়। সেসময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার একটি কুশপুতুল পুড়িয়ে দেয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সব ধরনের সহিংসতার নিন্দা করে এবং ভারতের প্রতি আহ্বান জানায় যাতে কলকাতার ডেপুটি হাইকমিশনসহ ভারতের অন্যান্য কূটনৈতিক মিশন এবং বাংলাদেশের সব কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও ডেপুটি হাইকমিশনের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ভারতের প্রতি আহ্বান জানিয়েছে, এই ঘটনার দ্রুত সমাধান করতে যাতে কূটনৈতিক স্থানগুলোর মর্যাদা ও দুই দেশের সম্মান অক্ষুণ্ন থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ