Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত সিরিজ হারের লজ্জায় পড়ল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মে) হিউস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হারল টাইগাররা। এতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মূল কাঠামো নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৪ রান তোলে যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল সর্বোচ্চ ৪২ ও স্টিভেন টেইলর ৩১ রান করেন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

প্রথম ওভারেই শূন্য রানে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তার হতাশাজনক পারফরম্যান্সের কারণে শুরু থেকেই হোঁচট খায় বাংলাদেশ।

বাজে ফর্মের সঙ্গে লড়াই করা নাজমুল হোসেন শান্তর ৩৬ এবং তৌহিদ হৃদয়ের ২৫ ও সাকিব আল হাসানের ৩০ রান বাংলাদেশের জন্য ছোট লক্ষ্যকে তাড়া করতে ব্যর্থ হয়। কারণ মাত্র ১৪ রানে শেষ ৫ উইকেট হারায় টাইগাররা।

ডেথ ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট করে দেন আলী খান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ