যুক্তরাষ্ট্রের শুল্ক সমাধানে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরোপিত ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্কের বিষয়ে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনা করতে আগামী সপ্তাহে দেশটিতে যাবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিরা। মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে দেখা করবেন তারা।
বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ের মিডিয়া সেন্টারে ‘মার্কিন ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সুযোগ এবং সরকারের পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি জানান, প্রতিনিধিদলটিতে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফ সিদ্দিকী এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, প্রতিনিধিদলটি ফিরে আসার পর তিনি নিজেই মার্কিন বাণিজ্য সচিবের সাথে দেখা করতে দেশটিতে সফর করবেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
আলোচনা কী বিষয়ে হবে- জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো বাণিজ্য ঘাটতি কমানো। এর জন্য, আমরা আলোচনা করব, আর কোন কোন পণ্য আমদানি করা যেতে পারে, যা উভয় দেশের জন্য উপকারী। এর মধ্যে শুল্ক এবং অ-শুল্ক বাধা অপসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে’।
‘একই সঙ্গে, আমরা তারা কী চান, তাও আলোচনা করব, যা এই বিষয়টির সঙ্গে সরাসরি সম্পর্কিত’- বলেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে