আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের গণমাধ্যমের পাশাপাশি এ নির্বাচনের সংবাদ ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের খবরে উল্লেখ করেছে, শেখ হাসিনা আবারও ক্ষমতায় যাচ্ছেন।
এসব প্রতিবেদনে উঠে এসেছে আজ অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছেন। তবে প্রধান বিরোধী দল বিএনপিসহ অনেক দল এ নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে দলগুলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদে বলা হয়েছে, ‘ভোটকেন্দ্র খোলার পরপরই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিরোধী দল বয়কট করা নির্বাচনে তিনি টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছেন।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি বলছে, ‘বাংলাদেশের নির্বাচনের আগের দিন থেকেই দেশে হামলার ঢেউ শুরু হয়েছে। ট্রেনে আগুনসহ নানা ধরনের সহিংসতা চলছে, বেশিরভাগ বিরোধী দল নির্বাচন বর্জন করছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জয়ী হতে চলেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস বলছে, বাংলাদেশে নির্বাচন একদলীয় শাসনে যাওয়ার শঙ্কা বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রধান বিরোধী দলের বয়কটে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। শেখ হাসিনা ভোট দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, প্রধান বিরোধী দলের বয়কট ও ভোটের আগে সহিংসতার মধ্যেই সাধারণ নির্বাচনে টানা চতুর্থ, সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে জয়ী হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনন্দবাজার লিখেছে, নৌকার জয় নিয়ে আশাবাদী হাসিনা। ভোট দিয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের জনগণের ওপর তার আস্থা রয়েছে। তার দলেরই জয় হবে বলে তিনি নিশ্চিত।
এ ছাড়া বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের গণমাধ্যমগুলোয় নিয়মিত খবরের পাশাপাশি মতামতভিত্তিক লেখা প্রকাশ করছে।
লেখক: সাংবাদিক
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে