Views Bangladesh

Views Bangladesh Logo

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ৩১ মে ২০২৪

ঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের সবগুলো ম্যাচে জয় তুলে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা দিল আরুদুজ্জামান মুন্সির দল। দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন রেইডার মিজানুর রহমান। একাই নেন ২০ পয়েন্ট। ২ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কেনিয়া অথবা থাইল্যান্ড।

শুক্রবার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের তৃতীয় খেলায় বাংলাদেশের কাছে নেপাল হেরেছে ৪৬-৩১ পয়েন্টে। বৃহস্পতিবার পোল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থ জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল মিজান-ইলিয়াসরা। গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে নেপাল।

এদিন প্রথম আক্রমণে পয়েন্ট আদায় করে নেয় নেপাল। পয়েন্ট পেতে বেশি সময় নেয়নি বাংলাদেশও। হলুদ কার্ড পাওয়া মিজান এক রেইডে তিন পয়েন্ট আনেন। প্রথমার্ধে দুর্দান্ত খেলা হতে থাকে দুই দলের মধ্যে। সমানে দুই দলের পয়েন্ট এগোতে থাকে। তবে ১৮-১৪ এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির প্রথম মিনিটে প্রথম লোনা আদায় করে নেন বাংলাদেশ, সাত পয়েন্টে এগিয়ে কিছুটা স্বস্তি আসে দলে। পাঁচ মিনিটে আবারও লোনা আসে বাংলাদেশের ঝুলিতে। বিরতি থেকে ফিরে আর ম্যাচে ফিরতে পারেনি নেপাল। খেলার শেষের দিকে যদিও কিছুটা প্রতিরোধ গড়েছিল তারা।

শেষের দিকে বাংলাদেশের থেকে এক লোনা আদায় করে নেপাল। বাংলাদেশের রেইডের নিয়ন্ত্রণ একাই করেন বিগত দুই ম্যাচের সেরা খেলোয়াড় মিজান। পুরো ম্যাচের ৪৬ পয়েন্টের ২০ পয়েন্ট একাই নেন মিজান।

গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৯-১৯ পয়েন্টের ব্যবধানে। সেই ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জিতে নেন লেফট রেইডার মিজানুর রহমান।

দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এর আগে চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মত অংশগ্রহণ করা সাউথ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা রক্ষার মিশনে নামে বাংলাদেশ।

বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়াবে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে, শেষে ফাইনাল। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ