Views Bangladesh Logo

চট্টগ্রাম টেস্ট

ফলোঅনের লজ্জায় বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ব্যাটিং বিপর্যয়ে ফলোঅন এড়াতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা।

শঙ্কা ছিল শতরানের আগে অলআউটের লজ্জায় পড়ার। মুমিনুল হকের বদান্যতায় সেটি হয়নি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৫৭৫ রান। ফলোঅন ঠেকাতে স্বাগতিকদের করতে হতো ৩৭৫ রান। বাংলাদেশ অলআউট ১৫৯ রানে। তাতে, প্রথম ইনিংসে প্রোটিয়াদের লিড ৪১৬ রানের।

৪৮ রানে আট উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, ঠিক তখন হাল ধরেন মুমিনুল ও তাইজুল। দুজনের জুটিতে আসে ১০৩ রান৷ দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। মুথুসামির বলে লেগবিফোর হন তিনি। তাইজুল করেন ৩০ রান। শেষ ব্যাটার হিসেবে কেশব মহারাজের বলে ফিরতি ক্যাচ দেন তাইজুল।

এর আগে, চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সকালে ব্যাট হাতে ধুঁকেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের ৩৮ রানে চার উইকেট নিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাটিংয়ে নামেন শান্ত-মুমিনুল। তবে, সকালের শুরুটা হয়েছে বিবর্ণ। প্রোটিয়া পেসারদের তোপে দাঁড়াতেই পারেনি কেউ। উইকেট বিলিয়ে এসেছে নিয়মিত বিরতিতে।

রাবাদা ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে কার্যত ভেঙে দেন। ড্যান প্যাটারসন ও কেশব মহারাজ দু’জনেই ২টি করে উইকেট নেন।

এর আগে, দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। টনি ডি জর্জি ১৭৭ রান করে ইনিংসে নেতৃত্ব দেন। স্টাবস ও মুলডার যথাক্রমে ১০৬ ও ১০৫ রান করে দলের স্কোরে বড় অবদান রাখেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ