বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া কঠিন হবে: রকিবুল হাসান
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর তিনটি দলই শক্তি, সামর্থ্য ও অর্জনে ফেভারিট হওয়ায় এই গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছানো বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাবেক এই অধিনায়ক বলেন, "বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এই গ্রুপটা অত্যন্ত কঠিন। তবে ক্রিকেট একটি অনিশ্চিত খেলা, এবং ম্যাচের ফলাফল আগেভাগে বলা যায় না। প্রতিটি দলের শক্তি থাকে, তবে বাংলাদেশের দলটি তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে একটি শক্তিশালী দল। যদি তারা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারে, তবে ভালো ফলাফল আশা করা যায়। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের গ্রুপটা খুব কঠিন।"
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের জন্য ব্যাটিংয়ে শক্তিশালী হওয়া জরুরি বলেও উল্লেখ করেন রকিবুল। ৭২ বছর বয়সী এই সাবেক অধিনায়ক বলেন, "টপ অর্ডারকে ভালো করতে হবে, বিশেষত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। যখন অধিনায়ক রান করেন, তখন দলের অন্যরা উজ্জীবিত হয়। মিরাজও ভালো খেলছে। তার সঙ্গে অন্যদেরও ভালো করতে হবে।"
চ্যাম্পিয়নস ট্রফির লড়াই শুরু করার আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনস (এ' দল) এর বিপক্ষে ৭ উইকেটে পরাজয় হয়েছিল, যেখানে ব্যাটিং মোটেও ভালো হয়নি। ৪০ ওভার ব্যাটিং করতে না পারার কারণে রকিবুল মনে করেন, এই হার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তিনি বলেন, "ক্রিকেট একটি মানসিক খেলা। প্রস্তুতি ম্যাচের হার নিয়ে চিন্তা করা উচিত নয়। যা হয়েছে, সেটি নিয়ে আর ভাবার কিছু নেই।"
ভারতের বিপক্ষে ম্যাচ সম্পর্কে রকিবুল বলেন, "যদি ভারত তাদের সেরা খেলা না খেলতে পারে, অথবা তাদের সেরা খেলা বন্ধ করা যায়, তবে বাংলাদেশ জন্য দারুণ সুযোগ তৈরি হবে।" তিনি বাংলাদেশ দলের বোলিং বিভাগ নিয়ে আশাবাদী। "আমাদের বোলিং শক্তিশালী, যা দলের একটি ইতিবাচক দিক। যদি বোলাররা তাদের কাজ সঠিকভাবে করতে পারে, তবে ভালো কিছু করা সম্ভব," যোগ করেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবেন বলে জানান। রকিবুল হাসান বলেন, "স্বপ্ন দেখা যায়, কিন্তু গ্রুপটি খুবই কঠিন। আমার মতে, যদি বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে পারে, সেটাই অনেক বড় অর্জন হবে। তবে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন হবে।"
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে