‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’র আত্মপ্রকাশ
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে বেরিয়ে নতুন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
ঘোষিত কমিটিতে, সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব রয়েছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হয়েছেন তৌহিদ সিয়াম। মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও আশরেফা খাতুন।
এছাড়া, ঢাবি শাখার আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও মাহির আলম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বিকেলে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বাকের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৩ সালে আকতার হোসেন ও নাহিদ ইসলামের গড়া সংগঠন ছাত্রশক্তির ঢাবি শাখার সদস্য সচিব ছিলেন।
এছাড়া, সদস্য সচিব জাহিদ আহসান ২০১৮-২০১৯ সেশনের ঢাবির শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া আশরেফা খাতুন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর, মুখ্য সংগঠক তাহমিদ মুদাসসির আল চৌধুরী ২০১৮-১৯ সেশনের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
এদিকে কমিটি ঘোষণার আগে বৈষম্যের অভিযোগ তুলে মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে