Views Bangladesh Logo

ক্রিকেট দলের পাকিস্তান সফরে অনুমতি মিলেছে সরকারের

জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে অনুমতি দিয়েছে সরকার।এতে দেশটির বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে টাইগারদের।

আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে যেতে পারে টাইগাররা।

যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

আগের সূচি অনুসারে ২১ মে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। কিন্তু ভারত ও পাকিস্তানের সংঘাতে অনিশ্চয়তা দেখা দেয়। দুই দেশের অস্ত্রবিরতির মধ্যে নতুন করে বিসিবিকে সিরিজের সূচি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নতুন সূচি অনুসারে পাকিস্তান ও বাংলাদেশের সিরিজ শুরু হতে পারে ২৭ মে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, পাকিস্তান সফরে যেতে সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। সেই সবুজ সংকেত মিলেছে। এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিদেশি কোচদেও মতামতেরও বিষয় রয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ