Views Bangladesh Logo

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গণমাধ্যম সহযোগিতা বিষয়ক আলোচনা

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এবং পাকিস্তানের তথ্য ও সম্প্রচার সচিব আম্বরীন জান গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের তথ্য সচিব আম্বরীন জান বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।’

তিনি রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। যেমন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এবং রেডিও পাকিস্তানের সাথে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে যৌথ প্রযোজনা এবং সংবাদ বিনিময়ের সুযোগ তৈরির প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, সাংবাদিক বিনিময় কর্মসূচি পাকিস্তান এবং বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বিষয়ে জানার সুযোগ করে দিতে পারে।

বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান পাকিস্তান সরকারের উদ্যোগের প্রশংসা করেন, যা দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা উৎসাহিত করছে। তিনি দুই দেশের জনগণকে ভাইয়ের মতো উল্লেখ করে বলেন, ‘যৌথ সহযোগিতা কর্মসূচির মাধ্যমে সম্পর্ক আরও জোরদার হবে।’

বৈঠকে পাকিস্তানি সংবাদ এবং বিনোদনমূলক চ্যানেলগুলোকে বাংলাদেশের কেবল নেটওয়ার্কে সম্প্রসারণ এবং চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন নিয়েও আলোচনা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ