Views Bangladesh Logo

কানপুর টেস্ট

ভারতের রেকর্ডময় দিনে ধুঁকছে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে চলমান কানপুর টেস্টে ভারত যত দ্রুত দলীয় ১০০ বা ২০০ রান করেছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে তা আর কোনো দলই পারেনি। বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত, পেয়েছে ৫২ রানের লিডও।

টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়। মমিনুল হক হাঁকান টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের পক্ষে তিন উইকেট নেন জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশের ইনিংস শেষে ব্যাট করতে নেমে ঝড় তুলেন ভারতীয় ব্যাটাররা। মাত্র তিন ওভারেই দলীয় ৫০ রান পূরণ করে - যা একটি বিশ্ব রেকর্ড। পরে তারা ১০ ওভারে ১০০ রানে পৌঁছে, যা টেস্ট ম্যাচে দ্রুততম ১০০ রানের রেকর্ডও। বল-বাই-বল পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে ভারতের মতো দ্রুত দলীয় ১০০ রান করতে পারেনি কোনো দলই।

ভারতের আক্রমণাত্বক ব্যাটিং অব্যাহত ছিল। তারা টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৫০ ও ২০০ রানের রেকর্ডও গড়ে। দলীয় ২০০ রান ছুঁতে ভারতের লেগেছে মাত্র ২৪.২ ওভার। ভারতের পক্ষে জয়সওয়াল ৫১ বলে ৭২ রান করেন এবং লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ রান করেন।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দুজনেই চারটি করে উইকেট নেন। দিনের শেষ দিকে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৬ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। সাদমান ইসলাম ৭ ও মমিনুল হক শূন্য রানে ব্যাট করছে। বাংলাদেশ এখনো ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে আছে, হাতে আছে ৮ উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ