চেন্নাই টেস্টে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ভারত-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
শান্তর এই সিদ্ধান্ত দলের জন্য মঙ্গল নিয়ে আসে। কারণ বাংলাদেশি পেসার হাসান মাহমুদের শুরুর আঘাত ইতোমধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে রোহিত শর্মার দল।
প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে।
এর আগে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে শান্তরা।
এ ছাড়াও ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হাসান শান্ত(অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে