Views Bangladesh Logo

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারের বিষয়ে বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।

ভারতকে অভিনন্দন জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন: "বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি ভারতের সরকার এবং জনগণকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অভিন্ন ইতিহাস, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক সখ্য এবং মানুষে মানুষে সংযোগের ভিত্তিতে দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।"

"১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের জনগণ এবং ভারতীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের জনগণ স্মরণ করে। বছরের পর বছর ধরে উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের বোঝাপড়ার ওপর ভিত্তি করে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ," তিনি আরও বলেন।

অধ্যাপক মাহমুদ আরও উল্লেখ করেন: "এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে, বাংলাদেশ ভারতসহ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রাখে এবং এ সম্পর্কগুলো ন্যায্য এবং সমতার ওপর ভিত্তি করে মজবুত হবে বলে আশা করে।"

তিনি বলেন: "ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। আমরা জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা হবে। আমি নিশ্চিত যে সদিচ্ছা, পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে"।

অধ্যাপক মাহমুদ বলেন: "গত বছরের ৫ আগস্ট আমাদের সাহসী ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিলেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ। ভারত সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ"।

"বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল বেঁচে থাকুক" এই আশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন: "১৯৫০ সালের ২৬শে জানুয়ারি স্বাধীন ভারতের জনগণ তাদের গণপরিষদের মাধ্যমে নিজেদের সংবিধান প্রণয়ন করে এবং ভারতকে একটি সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেয়। এই ৭৬ বছরে ভারত দারিদ্র্যের কবল থেকে একটি আধুনিক ও সক্ষম জাতির দিকে এক অসাধারণ যাত্রা করে, মানবতার অগ্রগতিতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর সমাধান করে।"

তিনি আরও বলেন, "এই রূপান্তর কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়, বরং সুশাসনের বিষয়ও। এটি জনগণের পরিবেশ এবং প্রযুক্তির বিষয়, এবং এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে। এর আকার, ক্ষমতা এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে, এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসাবে, ভারতের আজকের রূপান্তর নতুন সক্ষমতা তৈরি করছে এবং সমগ্র বিশ্বের জন্য সুযোগ তৈরি করছে এবং এই যাত্রায়, বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা অভিন্ন ঐতিহাসিক এবং ভৌগোলিক সম্পর্ক দ্বারা সংযুক্ত। আমরা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য দ্বারা সংযুক্ত এবং অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের ফলে আবেগগতভাবেও সংযুক্ত,।"

ভারত-বাংলাদেশ সম্পর্ক সম্পর্কে বলতে গিয়ে ভার্মা বলেন: "আমাদের সম্পর্ক সর্বদাই জন-সংবেদনশীল, সীমান্তের উভয় পাশে পারিবারিক এবং সামাজিক সংযোগ দ্বারা সংযুক্ত। সাহিত্য, সংগীত এবং শিল্পের প্রতি আমাদের অভিন্ন ভালোবাসাই আমাদের জীবনকে সংজ্ঞায়িত করে"।

"আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারত্ব উভয় পক্ষের সাধারণ মানুষের উপকারে আসবে। দুটি উচ্চাকাঙ্ক্ষী সমাজ হিসেবে, আমরা একে অপরকে এবং আমাদের অঞ্চলকে অনেক কিছু দিতে পারি এবং একসাথে কাজ করার মাধ্যমে আমরা আমাদের ভৌগোলিক নৈকট্যকে একে অপরের জন্য নতুন সুযোগে রূপান্তরিত করেছি। ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ, ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য আমরা যখন একত্রিত হচ্ছি, তখন আমরা বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং বাংলাদেশের জনগণের আগামী যাত্রার শুভকামনা করছি", ভার্মা আরও বলেন।

"আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করি এবং ভবিষ্যতেও করব", তিনি তার সমাপনী বক্তব্যে বলেন।

অন্যদের মধ্যে, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ