Views Bangladesh

Views Bangladesh Logo

স্বার্থ রক্ষায় জান্তা ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

District  Correspondent

জেলা প্রতিনিধি

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের নদী ও স্থলপথের ২৭১ কিলোমিটার নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান রাজ্যের আর্মিরা। স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, বাংলাদেশের স্বার্থে দেশটির বিপ্লবী এই গোষ্ঠীর পাশাপাশি সে দেশের জান্তা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নতুন করে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিষ্ট্রেশন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ তাদের বাংলাদেশ আশ্রয় দেয়ার বিষয়ে নীতিগত কোন সিদ্ধান্ত হয়নি।’

বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে। স্থানীয়দের ভয় না পেতে অনুরোধ করে তিনি বলেন, ‘কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, 'এই এলাকা মাদকের জন্য বিখ্যাত। সাবেক এমপি বদিও মাদকের জন্য বিখ্যাত হয়ে পুরো বাংলাদেশে নাম কুড়িয়েছে। এটা এখনকার সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। এটা পুরো দেশের জন্য সমস্যা। মাদক নির্মূলে সবার সহযোগিতা দরকার। সব অপকর্মের মূলই মাদক। এটা একা আইনশৃঙ্খলা বাহিনী নির্মূল করতে পারবে না। এতে সবার সহযোগিতা ও সম্পৃক্ততা লাগবে।'

এর আগে তিনি দুপুরের হেলিকপ্টারযোগে সরাসরি ঢাকা থেকে টেকনাফ পৌঁছান। পরে ২ বিজিবির ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। উপদেষ্টার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ