Views Bangladesh Logo

চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশ দলে তিন পরিবর্তন, ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ট্টগ্রামে শুরু হয়েছে সিরিজ বাঁচানোর লড়াই। বাংলাদেশ দলে পরিবর্তন আসবে, সেটা প্রত্যাশিতই ছিল। তবে টসে ভাগ্য সহায় ছিল না টাইগারদের। দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।

প্রথম টেস্টে ব্যর্থ ওপেনারদের বদলে দলে সুযোগ পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করা আনামুল হক বিজয়। এছাড়া চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ তানজিম হাসান সাকিবের। অন্যদিকে স্পিন শক্তি বাড়াতে দলে নেয়া হয়েছে নাঈম হাসানকে।

সিলেটে প্রথম টেস্ট খেলা দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা ও খালেদ আহমেদ। তাদের মধ্যে নাহিদ রানার দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা ছিল না।

জিম্বাবুয়ে দলেও এসেছে পরিবর্তন। এই ম্যাচে অভিষেক হচ্ছে ভিনসেন্ট মাসেকেসার। স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তাফাজ্জওয়া সিগা। বাদ পড়েছেন মায়ো ও নায়াউচি।

দুই দলের একাদশ
বাংলাদেশ: শাদমান ইসলাম, আনামুল হক, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকার আলি (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, বেন কারান, নিক ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাজ্জওয়া সিগা (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নগারাভা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ