Views Bangladesh

Views Bangladesh Logo

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শিরোপা হাতছাড়া বাংলাদেশের

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোববার অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরে এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। ফলে শিরোপার স্বপ্ন অধরাই রয়ে গেল যুবাদের।


ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই দারুণ বোলিং করে ভারতকে চাপে ফেলে বাংলাদেশের নারীরা। ফারজানা ইয়াসমিন দুর্দান্ত বোলিং করে তুলে নেন ৪টি উইকেট। এছাড়া বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ২টি এবং হাবিবা ইসলাম ১টি উইকেট নেন।

বাংলাদেশি বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৭। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫২ রান করেন গঙ্গাদি তিশা।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শুরুতেই ৬৪ রানে ৫ উইকেট হারানোর পর মাত্র ১২ রান যোগ করতেই দ্রুত চলে যায় পরের ৫ উইকেটও । বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস, দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে ফাহমিদা ছোঁয়ার ব্যাট থেকে।

ভারতের হয়ে আয়ুশি শুকলা ৩ উইকেট, পারুনিকা শিশদিয়া ও সোনাম যাদব ২টি করে উইকেট নেন, এবং ১টি উইকেট পান জশিথা। শেষ পর্যন্ত ৪১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ