Views Bangladesh Logo

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশ জাতীয় ফুটবল দল। অন্যদিকে এক ধাপ পিছিয়েছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বৃহস্পতিবার (৩ মার্চ) পুরুষ ফুটবল দলের র‌্যাংকিং প্রকাশ করে। যেখানে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

৫ দশমিক ১৬ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। তাতে ৯০৪ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুসসালামকে টপকে ১৮৩ নম্বরে এখন বাংলাদেশ। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সঙ্গে ম্যাচ খেলা ভারত এক ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে রয়েছে।

গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র‌্যাংকিংয়েও সেই স্বীকৃতি মিললো। আগে থেকেই ভারত-বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। ভারত লম্বা সময় পর অনুশীলন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১ দশমিক ৯৭ পয়েন্ট হারিয়েছে। ১৩২ দশমিক শূন্য ৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭ এ নেমেছে।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। তাদের হারাতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে।

দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে দুই ধাপ নেমে যাওয়া মালদ্বীপ (১৬৪)। র‌্যাংকিং অপরিবর্তিত রয়েছে নেপাল (১৭৫) ও ভুটানের (১৮২)। তবে লাল-সবুজদের পেছনে রয়েছে পাকিস্তান (১৯৮) ও শ্রীলঙ্কা (২০০)।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ