প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ
এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে জুনিয়র বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
ঐতিহাসিক এই জয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হবে চীন-কোরিয়া ম্যাচের বিজয়ী দল। তবে সেই ম্যাচে হারলেও জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে কোনো বাধা থাকবে না বাংলাদেশি যুবাদের। কারণ, আসরের শীর্ষ ছয়টি দল সুযোগ পাবে মর্যাদাপূর্ণ ইভেন্টটিতে।
আগামী বছর ভারতের মাঠে গড়াবে যুব হকি বিশ্বকাপের এবারের আসর।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাস্কাট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে প্রথম কোয়ার্টারে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটে ওবায়দুল হোসেন জয় গোলের সূচনা এবং ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নারে দ্বিতীয় গোলটি যোগ করেন।
দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে সহজ ট্যাপ-ইনে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ আবদুল্লাহ। তবে মধ্য বিরতির আগে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমায় থাইল্যান্ড।
তৃতীয় কোয়ার্টারে মেহেদী, সাদ্দাম এবং জয় আরও তিনটি গোল আদায় করে নিলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তবে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল শোধ করে থাইল্যান্ড। শেষ কোয়ার্টারে আবদুল্লাহর আরেকটি গোলে নতুন ইতিহাস রচনা করে বাংলাদেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে