Views Bangladesh Logo

বৈশ্বিক শান্তি সূচকে ৯৩তম অবস্থানে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গলবার (১০ জুন) অস্ট্রেলিয়া-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) বা বৈশ্বিক শান্তি সূচকে ২ দশমিক ১২৬ স্কোর নিয়ে ১৬৩টি দেশের মধ্যে ৯৩তম অবস্থানে এসেছে বাংলাদেশের নাম। এতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকলেও শান্তিতে বিশ্বের শক্তিধর দেশগুলোকে পেছনে ফেলে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এমনকি দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত, পাকিস্তানের চেয়েও অনেক ভালো অবস্থানে রয়েছে।

এছাড়া দক্ষিণ এশিয়ায় ভুটান সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব শান্তি সূচকে দেশটি ২০১১ সাল থেকে এই অবস্থান ধরে রেখেছে। তবে সূচকে দেশটির অবস্থান ২১তম। বৈশ্বিক সূচকে নেপাল ৮১তম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ১১০তম স্থানে আর দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং ভারত ১১৬তম আর দক্ষিণ এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে। আর পাকিস্তানের অবস্থান ১৪০তম।

অপরদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের হিসেবে আফগানিস্তানে জায়গা দখল করেছে ইয়েমেন (১৬৩)। ইয়েমেনের ঠিক ওপরেই রয়েছে- সুদান (১৬২), দক্ষিণ সুদান (১৬১), আফগানিস্তান (১৬০) এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (১৫৯)।

উল্লেখ্য, ১৬৩টি দেশের ওপর চালানো সমীক্ষায় তিনটি মাপকাঠির ভিত্তিতে শান্তি সূচকটি তৈরি করা হয়- নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনের নিরাপত্তা ও সুরক্ষা; অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেওয়া পদক্ষেপ। যে দেশের স্কোর পয়েন্ট যত কম সে দেশে শান্তি তত বেশি বলে বিবেচনা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ