Views Bangladesh

Views Bangladesh Logo

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এ জয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। তারা প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়েছে।

আজ মঙ্গলবার (৫ মার্চ) নেপালে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা । গোলটি করেন আলফি আক্তার। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ঠিকই সমতায় ফেরে ভারত। গোলটি করেন আনুশকা কুমারি। এর ২ মিনিট আগে সেতার রানির ডান পায়ের জোরালো শট বাংলাদেশের গোল পোস্টে লেগে ফিরে আসে।

সমতায় ফেরার পর থেকে লিড নেওয়ার চেষ্টা করতে থাকে ভারতের মেয়রাও। অপরদিকে বাংলাদেশের মেয়রাও ভারতকে যথেষ্ট টেক্কা দিতে থাকে।

৮০তম মিনিটে ভারতের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে অসাধারণ গোল করেন প্রীতি। তার গোলে বাংলাদেশ লিড পায়। এতে ব্যবধান দাঁড়ায় ২-১।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। এতে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ জয়ের পর টিটু বলেন, "যদি আপনি প্রথম ও দ্বিতীয়ার্ধের তুলনা করেন তাহলে এটি একটি হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচ ছিল, যদিও আমরা জিতেছি।"

এই ফুটবলার আরও বলেন, ‘সমস্ত কৃতিত্ব খেলোয়াড়দের। তারা ১৬ বছরের কম বয়সী। তারা তাদের পারফরম্যান্সে যে আবেগ এবং শক্তি দেখিয়েছে তা বিস্ময়কর।’

গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে হারলেও ফাইনালে খেলবে অর্পিতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ