দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব করোনা রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৭২৪ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে