মুস্তাফিজের রেকর্ডের দিনে বাংলাদেশের বড় জয়
টেক্সাসের গ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে আটকে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। এই 'কাটার মাস্টার' ৪ ওভারে ১০ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট।
এরপর তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের অনবদ্য ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয় তুলে টাইগাররা। জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১১.৪ ওভারে। তামিম ৪২ বলে ৫৮ ও সৌম্য ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। এই জয়ে হোয়াইটওয়াশ এড়াতে সমর্থ হয় টাইগাররা।
মুস্তাফিজের ১০ রানে ৬ উইকেটই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন ইলিয়াস সানী।
মুস্তাফিজের আগের সেরা বোলিং ফিগার ছিল ২২ রানে ৫ উইকেট। ২০১৬ সালের বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। কাল নিজের সেই বোলিং পারফরম্যান্সকে টপকে গেলেন বামহাতি পেসার।
এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান (২ বার) ও মোসাদ্দেক হোসেন। সব মিলিয়ে ৯৬ ম্যাচে ১২০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সর্বোচ্চ ১৪৬ উইকেট নিয়েছেন সাকিব। একশর বেশি উইকেট পেয়েছেন এ দুজনই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে