হামজার অভিষেকের দিনে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
ফিফা র্যাংকিংয়ে ভারতের অবস্থান ১২৬, বাংলাদেশের ১৮৫। শক্তিতে বাংলাদেশ পিছয়ে থাকলেও ভারতের মাটিতে এএফসি কাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মঙ্গলবার হামজা চৌধুরীর অভিষেকের দিনে বাংলাদেশ গোলের দেখা না পেলেও ভারতের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছে।
ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে মজিবুর রহমান জনি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ১০ মিনিট পর ভারতের গোলরক্ষক বিশাল ফের ভুল করেন, তবে মোহাম্মদ হৃদয়ও সুযোগ নষ্ট করেন।
১২ মিনিটের মধ্যে বাংলাদেশ তিনটি সুযোগ মিস করে, যার ফলে ভারত গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায়। তবে প্রথমার্ধে একাধিক আক্রমণে ভারতের রক্ষণকে বিপদে ফেলে বাংলাদেশ।
ভারত কিছুটা ঘুরে দাঁড়ালেও ২২ মিনিটে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মনের ইনজুরি দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে। এরপর ভারত কিছু আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
ম্যাচের ৮২তম মিনিটে মজিবুর রহমান জনি ভারতের গোলরক্ষককে একা পেয়ে সুযোগ পেয়েও গোল করতে পারেননি। ফলস্বরূপ, ৯০ মিনিটে গোল না হওয়ার কারণে ম্যাচটি ০-০ ড্রতে শেষ হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে