Views Bangladesh Logo

গোমাংস পাঠাতে চায় ব্রাজিল, ঢাকার আগ্রহ জীবন্ত গরুতে

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে প্রক্রিয়াজাত করা গরুর মাংস পাঠানোর আগ্রহ দেখিয়েছে ব্রাজিল; তবে সুযোগ থাকলে কোরবানির ঈদে জীবন্ত গরু পেতে চায় বাংলাদেশ।

রোববার (৭ এপ্রিল) ঢাকার একটি হোটেলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর বৈঠকে গোমাংস নিয়েও আলোচনা হয়।

বৈঠকের পর ব্রিফিংয়ে টিটু বলেন, “ওদের দিক থেকে প্রাণিজ প্রোটিনটা ফোকাসে ছিল। বিশেষ করে মাংসে আপনারা জানেন, ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস উৎপাদন করতে পারে, রপ্তানি করতে পারে। এ ব্যাপারে তারা কথা বলেছে।”

তিনি বলেন, “আমরা আগামী কোরবানি সামনে নিয়ে, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তাই হয়- আমাদের দেশে লাইভ ক্যাটল আনার ব্যবস্থা করা যায় কি না। তারা বলেছে, দেখবে।”

দু’দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা। বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের এ সফরে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সঙ্গে এনেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ