Views Bangladesh Logo

বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈশ্বিক স্বাধীনতা সূচকে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশের উন্নতি ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গণতন্ত্রপন্থী গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ৪০ থাকলেও গত বছর তা ৪৫-এ দাঁড়িয়েছে। স্কোরের উন্নতির ফলে ২০২৪ সালের স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বাকি তিনটি দেশ হলো ভুটান, শ্রীলঙ্কা ও সিরিয়া।

দ্য ফ্রিডম হাউস বলেছে, তাদের বার্ষিক ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’ সূচকে গত বছর বিশ্বজুড়ে স্বাধীনতা হ্রাস পেয়েছে এবং ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের হাত আরো শক্ত করে তুলেছে। তবে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে স্বাধীনতা চর্চায় আশার আলো দেখা গেছে।

প্রতিবেদনে ২০২৪ সালে স্বাধীনতার সূচকে দু’টি দেশকে নতুন করে ‘স্বাধীন’ দেশের শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। দেশ দু’টি হলো সেনেগাল ও ভুটান।

গবেষণা সংস্থাটি ভারতকে ‘আংশিক স্বাধীন’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, স্কোর ৬৩। গত বছর ভারতের স্কোর ছিল ৬৬। ২০২১ সালে ভারত ‘স্বাধীন’ শ্রেণিতে অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬০টি দেশে রাজনৈতিক চর্চার অধিকার ও নাগরিক স্বাধীনতা চর্চার অধিকার কমেছে। আর উন্নতি হয়েছে ৩৪টি দেশে। স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি অবনমন হওয়া চার দেশ হচ্ছে এল সালভাদর, হাইতি, কুয়েত ও তিউনিসিয়া। এর মধ্যে এল সালভাদর (স্কোর ৪৭) ও তিউনিসিয়া (স্কোর ৪৪) ‘আংশিক স্বাধীন’। আর হাইতি (২৪) ও কুয়েত (স্কোর ৩১) ‘স্বাধীন নয়’।

১৯৫টি দেশ ও ১৩টি অঞ্চলের রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা চর্চা মূল্যায়ন করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ