জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় বাংলাদেশের
চট্টগ্রামের ফর্ম ঢাকাতেও ধরে রাখল বাংলাদেশ ক্রিকেট দল৷ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ রানে হারাল টাইগাররা। এ জয়ের ফলে সিরিজে বাংলাদেশ এখন ৪-০ তে এগিয়ে।
বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৩৮ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জোনাথান ক্যাম্পবেল। রায়ান বার্ল ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ১৯ রান করে।
দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব ৪টি ও মুস্তাফিজ ৩টি উইকেট শিকার করেছেন।
এর আগে, টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ১০১ রান তোলেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে বিদায় নেন তামিম, সৌম্য আউট হন ৩৪ বলে ৪১ রান করে।
এই দুজনের বিদায়ের পর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, গুটিয়ে যায় ১৪৩ রানে। জিম্বাবুয়ের লুক জঙ্গই ৩টি উইকেট নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে