ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, এছাড়া ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন সৌম্য সরকার।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে বাংলাদেশ–ভারত প্রথম টি–টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে