চ্যাম্পিয়নস ট্রফি
ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশর
ভারতের কাছে ৬ উইকেটে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। মাত্র ৩৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শুরুর ৪ ব্যাটারের মধ্যে কেবল তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। ২৫ বলে ২৫ রান করেন তিনি।
৩৫ রানে ৫ উইকেট পতনের পর সেই বিশাল চাপের সময়ে দলকে উদ্ধারের অভিযানে নামেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে পরিস্থিতি সামলে নেন দুজন।
তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বিপদ সামলে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। ফিফটি হাঁকানো জাকের থেমেছেন ১১১ বলে ৬৮ রানের ইনিংস খেলে। বিরাট কোহলির ক্যাচে তিনি ফিরে যান। ৬ষ্ঠ উইকেটে হৃদয় এবং জাকের মিলে যোগ করেন ১৫৪ রান। ৬ষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটিও এই জাকের-হৃদয়ের ১৫৪ রান।
জাকের বিদায় নিলেও হৃদয় টিকে ছিলেন। হৃদয়ের দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। উঁকি দিচ্ছিল ২৫০ রানের আশা। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন হৃদয়। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। হৃদয়ের অসাধারণ সেঞ্চুরিতে ২৫০ রান ছোঁয়ার দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে সেই আশা আর পূরণ হয়নি। একদম শেষ ওভারে ১১৮ বলে ১০০ রান করে আউট হন হৃদয়। ৪৯.৪ ওভার শেষে ২২৮ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। ৩ উইকেট নিয়েছেন হার্শিত রানা। ২ উইকেট তোলেন অক্ষর প্যাটেল।
জবাব দিতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং শুবমান গিলের ব্যাটে ভালো শুরু পায় ভারত। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৯ রান। ৩৬ বলে ৪১ রান করে বিদায় নেন রোহিত। তাকে ফেরান তাসকিন আহমেদ।
দলের ১৪৪ রানের মাথাতে ৪র্থ উইকেট হারায় ভারত। কিছুটা আশার আলো দেখতে শুরু করেছিল বাংলাদেশ। তবে, শেষের দিকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল। ২১ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে ভারত। ৪৭ বলে ৪১ রান করে টিকে ছিলেন রাহুল। ১২৯ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন গিল।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে