Views Bangladesh

Views Bangladesh Logo

বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, বাদ সাইফউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টায় শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

ঘোষিত এই স্কোয়াডে নেই পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে নির্বাচক কমিটির চালানো পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। কারণ এই সিরিজে উইকেট শিকার করতে পারলেও খরুচে বোলার ছিলেন তিনি।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও থাকছেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। আর ভাইস ক্যাপ্টেনের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ