সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশের
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে আজ নিজেদের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিকরা। বুধবার প্রথম ম্যাচের হারের দুঃসহ স্মৃতি ভুলে নিজেদের ভুলত্রম্নটি শুধরে যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।
নভেম্বরের ফিফা উইন্ডোকে কাজে লাগাতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি আয়োজন করেছে বাংলাদেশ। এছাড়া এই ম্যাচ দুটি দিয়ে এশিয়ান কাপের প্রস্তুতিও সেরে নিবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আগামী ৯ ডিসেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। এরপর আগামী বছর মার্চ, জুন ও সেপ্টেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হবে। এশিয়ান পর্যায়ের লড়াইয়ের আগে নভেম্বর উইন্ডোতে শেষ প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
প্রাইভেট স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস সন্ধ্যা ৬টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
উদ্বোধনী ম্যাচটি হতাশাজনকভাবে শেষ হওয়ার পর সিরিজ বাঁচাতে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতে হবে। কারণ স্বাগতিকরা সফরকারী দলের কাছে প্রথম প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে।
যদিওর্ যাংকিংয়ে বাংলাদেশ থেকে ২২ ধাপ এগিয়ে মালদ্বীপ। বর্তমানে ১৮৫তম অবস্থানে বাংলাদেশ। মালদ্বীপ আছে ১৬৩তম স্থানে। তবে ঘরের মাঠে সব সময়ই ফেবারিট লাল-সবুজরা। তবুও প্রতিপক্ষ মালদ্বীপকে সম্মান জানিয়েই বুধবার ম্যাচ খেলতে নেমেছিলেন তপু বর্মণরা। বিগত ১ বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে নেই মালদ্বীপ, নিজ দেশেও নেই লিগের প্রচলন। নেই ফুটবল ফেডারেশনের সভাপতি। সঙ্গে কিংস অ্যারেনার অতীত রেকর্ড আর ঘরের সমর্থন তো ছিলই বাংলাদেশের পক্ষে।
তবু পরাজিত দলটার নাম বাংলাদেশ। অথচ শুরু থেকেই কি দুর্দান্তই না খেলেছিলেন মোরসালিন-সাদরা। অসংখ্য গোলের সুযোগ সৃষ্টি করেছেন, কম করে হলেও অন্তত চারটি গোল পেতে পারত বাংলাদেশ। তবে প্রতিপক্ষের গোলরক্ষক হোসাইন শরীফ যেন চীনের প্রাচীর। তাকে ভেদ করাই কঠিন হয়ে পড়েছিল ক্যাবরেরার শিষ্যদের।
বুধবার সন্ধ্যায় আলী ফাসিরের একমাত্র গোল হয়েছিল বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের ব্যবধান। কিন্তু ম্যাচের বাকি সবই ছিল বাংলাদেশের পক্ষে। আক্রমণ, গোলমুখে শট কিংবা মাঝমাঠে আধিপত্য সবখানে বাংলাদেশই ছিল এগিয়ে। হারের পর বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের প্রশংসাই করেছিলেন। তবে এই হারটা যে তার জন্য বেদনাদায়ক সেটিও জানিয়েছিলেন। এরই মধ্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেখা করেছেন বাংলাদেশ দলের ফুটবলারদের সঙ্গে। তাদের উদ্বুদ্ধও করেছেন প্রথম ম্যাচের হার ভুলে গিয়ে সামনে তাকাতে। আজকের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যই বাংলাদেশের।
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ-মালদ্বীপের ১৯ বার দেখা হয়েছে। গত ম্যাচ সহ মালদ্বীপ জিতেছে ৭ ম্যাচ,বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে,ড্র হয়েছে ৪টি ম্যাচ। প্রীতি ম্যাচ হলেও যেহেতু এই ম্যাচ দুটি ফিফা টায়ার ওয়ানের অন্তর্ভুক্ত, তাই ম্যাচের ফলাফলের প্রভাব পড়বে ফিফার্ যাংকিংয়ে। এই দুই প্রীতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল জিতের্ যাংকিংয়ের উন্নতি করা। কিন্তু প্রথম ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি। তাই আজ নিজেদের সর্বোচ্চটা দিয়ে ঘরের মাঠের শেষ ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে বিশ্বে ১৮৫তম স্থানে রয়েছে আর মালদ্বীপ রয়েছে ১৮৩তম স্থানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে