দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (৯ অক্টোবর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশ এই ম্যাচে জয় নিয়ে সমতায় ফিরতে চায়। ব্যাটারদের শক্তিশালী পারফরম্যান্স দেওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের ভারত সফর এখন পর্যন্ত কঠিনই বলা যায়। পাকিস্তানে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতার পর, ভারতে লাল বলের ফরম্যাটে হতাশাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ১২৭ রানে ধরাশায়ী হয় শান্তরা। ৭ উইকেটে জয় পায় তারা।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হোসেন, তানজিদ আহমেদ ও রাকিবুল হাসান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে