আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে ম্যাচগুলোর সময়সূচি চূড়ান্ত হয়েছে বলে শুক্রবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর ২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।
গত তিন বছরে এশিয়ার কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই হবে আমিরাতের দ্বিতীয় দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ।
আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান অপারেটিং কর্মকর্তা সুবহান আহমেদ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। গত তিন বছরে আমরা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছি। এশিয়া কাপের আগে এই দুটি ম্যাচ আমাদের দলের জন্য ভালো প্রস্তুতির সুযোগ তৈরি করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আসন্ন আন্তর্জাতিক সূচি ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই ম্যাচ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, আগামী ২৫ মে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। তার আগে আমিরাতের সঙ্গে দুই ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে দল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে