Views Bangladesh

Views Bangladesh Logo

নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করবে বাংলাদেশ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানিতে শিগগিরই নেপাল ও ভারতের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেপালের জাতীয় ও সংবিধান দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিদ্যুৎ আমদানি ও রপ্তানির চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদল শিগগিরই নেপাল সফর করবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

সরকারি সূত্র জানায়, বাংলাদেশ, নেপাল এবং ভারত সম্প্রতি জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। চুক্তি অনুসারে ছয় বছর পর ভারত হয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হবে।

ঢাকাস্থ নেপালি দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততায় সন্তোষ প্রকাশ করেন ফাওজুল কবির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ