Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভারতের বিপক্ষে এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০শে ফেব্রুয়ারী দুবাইয়ে।

এরপর বাংলাদেশের বাকি দুই ম্যাচ পাকিস্তানে। দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে ২৪শে ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৭শে ফেব্রুয়ারি ।

এই টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ১৯শে ফেব্রুয়ারি টুর্নামেন্টের পর্দা উঠবে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩শে ফেব্রুয়ারি দুবাইয়ে।

৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫টি ম্যাচ হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো হবে ২রা মার্চ পর্যন্ত। এরপর ৪ ও ৫ই মার্চ দুটি সেমিফাইনাল এবং ৯ই মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ