পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী ২১ মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে তারা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ইতোমধ্যেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তে অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। গত বছরের সেপ্টেম্বর মাসে চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ এবং গত মাসে ন্যাশনাল টি-টোয়েন্টি এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই ভেন্যুতে ২৪টি টেস্ট ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালের এপ্রিলে পাকিস্তান ও বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচিতে এই ভেন্যু অন্তর্ভুক্ত ছিল। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে