Views Bangladesh

Views Bangladesh Logo

অ্যান্টিগা টেস্ট

দ্বিতীয় দিন শেষে ৪৪০ রানে পিছিয়ে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৪৪০ রানে পিছিয়ে রয়েছে।

টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে। জাস্টিন গ্রিভসের অপরাজিত শতকে ভর করেই তারা এই বিশাল সংগ্রহ গড়ে। মিকাইল লুইস ২১৮ বলে ৯৭ রান করেন, আর আলিক আথানাজে ১৩০ বলে দ্রুতগতিতে ৯০ রান যোগ করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে হাসান মাসুদ ৮৭ রানে ৩ উইকেট শিকার করেন। তাসকিন ও মিরাজ দুজনই ২টি করে উইকেট নেন, যথাক্রমে ৭৬ ও ৯৯ রান দিয়ে। বাঁহাতি স্পিনার তাইজুল ১১১ রানে ১ উইকেট পান।

জবাবে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। উদ্বোধনী জুটি মাত্র ২০ রানে ভেঙে যায়। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় সাত বলের ব্যবধানে আউট হন। বাঁহাতি জাকির ৩৪ বলে ১৫ রান করার পর জেডেন সিলসের বলে বোল্ড হন। ডান-হাতি জয় ৩৩ বলে ৫ রান করেন এবং আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দেন। ইনিংস চলাকালীন একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২১ রানে ২ উইকেট হারানোর পর এই জুটি ৫৪ বলে অবিচ্ছিন্ন ১৯ রান যোগ করে। আলোর অভাবে দিনের খেলা আগেভাগে বন্ধ হওয়ায় তারা অপরাজিত থাকেন। অভিজ্ঞ মুমিনুল ২৩ বলে ৭ রান নিয়ে ক্রিজে আছেন, আর দীর্ঘ আট মাস পর দলে ফেরা শাহাদাত ৩১ বলে ১০ রানে অপরাজিত।

তবে ফলোঅন এড়াতে বাংলাদেশের আরও ২১১ রান করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ