Views Bangladesh

Views Bangladesh Logo

মিরপুর টেস্ট

শতাধিক রানে পিছিয়ে বাংলাদেশ, ৬ হাজার রানের ক্লাবে মুশফিক

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ আশানুরুপ পারফর্মেন্স করতে পারেনি। আগের মতোই ধসে পড়েছে টপ অর্ডার। তবে শেষ বেলার বিপদ সামালেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিন শেষে টাইগাররা তুলেছে ৩ উকেটে ১০১ রান। তারা এখনো ১০১ রানে পিছিয়ে আছে। এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম।

দ্বিতীয় ইনিংসেও বাজে শট খেলে উইকেট উপহার দিয়ে ফিরে যান বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম (১)। তিনে নেমে মুমিনুল হক শূন্য করে সাজঘরে ফেরেন। পরে নাজমুল শান্ত ও জয় ৫০ রানের জুটি গড়েন। শান্ত ফিরে যান ২৩ রান করে। ৪২ রান যোগ করে দিন শেষ করেছেন জয়-মুশফিক।

প্রথম ইনিংসে ১০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিন তারা ৩৪ রানের লিড নিতেই ৬ উইকেট হারায়। সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটার কাইল ভারায়েনে ও পেস অলরাউন্ডার ওয়ান মুলদার ১১৯ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাহিরে নিয়ে যান। মুলদার ৫৪ রান করে ফিরলেও ভারায়েনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে থামেন। এছাড়া ডিন পিডিট ৩২ রান যোগ করেন।

এছাড়া প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। প্রথম দিন প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নেন তাইজুল। ক্যারিয়ারের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পেসার হাসান নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদা ও মুলদার ৩টি করে উইকেট নেন। স্পিনার কেশব মহারাজ নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে রাবাদা নিয়েছেন ২ উইকেট। তিনি এই টেস্ট দিয়ে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ