Views Bangladesh

Views Bangladesh Logo

অ্যান্টিগা টেস্ট

ফলোঅন এড়ালেও চাপে বাংলাদেশ

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২৫১ রান। সেটুকু করতে রীতিমতো ঘাম ছুটে গেছে টাইগারদের। ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রানে।

প্রথম ইনিংসে ৪৫০ রান করা উইন্ডিজের চেয়ে এখনো ১৮১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ২ উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জাকের আলী অনিকের ৫৩, মমিনুল হকের ৫০, লিটন কুমার দাসের ৪০, তাইজুল ইসলামের ২৫ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ২৩ রানের কল্যাণে ফলোঅন এড়াতে সক্ষম হয় বাংলাদেশ।

উইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ তিনটি উইকেট শিকার করেছেন। জয়ডান সিলস ও জাস্টিন গ্রিভসের পেয়েছেন দুটি করে উইকেট।

ফলোঅন এড়ালেও অবশ্য স্বস্তিতে নেই টাইগাররা। কারণ এখনো ১৮১ রানের পিছিয়ে আছে, হাতে আছে মাত্র একটি উইকেট। তাই বলা যায়, বড় লিডের পথেই রয়েছে স্বাগতিকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ