Views Bangladesh

Views Bangladesh Logo

চট্টগ্রাম টেস্ট

তাইজুলের পাঁচ উইকেটের পরও চাপে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে হারের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও চাপের মুখে রয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে প্রথম ইনিংসে ৪০০ রান অতিক্রম করেছে।

২ উইকেটে ৩০৭ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে তারা হারিয়েছে তিনটি উইকেট। ডেভিড বেডিংহাম ৫৯ রান এবং টোনি ডি জর্জি ১৭৭ রান করে সাজঘরে ফিরেন। কাইল ভেরেইনে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। ৫ উইকেটে ৪১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে প্রোটিয়ারা। রায়ান রিকেলটন ১১ ও উইয়ান মুল্ডার ১২ রানে ব্যাট করছেন।

আগের দিন ট্রিস্টান স্টাবস ১০৬ রান করে আউট হন। বাংলাদেশের হয়ে যেন তাইজুল ইসলাম একাই লড়ছেন। পাঁচটি উইকেটই শিকার করেছেন এই স্পিনার।

২ ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই হোয়াইটওয়াশ এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ