রাশিয়ায় পাটজাত পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ: বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাশিয়ায় পাট ও পাটজাত পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘যুদ্ধের কারণে অনেক পশ্চিমা দেশ রাশিয়ায় তৈরি পোশাক রফতানি থেকে সরে গেছে। ফলে রাশিয়া এখন এ ব্যাপারে বাংলাদেশ থেকে আমদানিতে আগ্রহী। আলু রফতানির ওপরও গুরুত্ব দেন তিনি।’
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘রাশিয়ায় পাটের বাজার কীভাবে বাড়ানো যায় এ নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের আসা-যাওয়া, মতবিনিময়ের মাধ্যমে এক্ষেত্রে অগ্রগতি হতে পারে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে