Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবং পুনর্ব্যক্ত করেছে, তার নতুন মেয়াদ শুরুর সঙ্গে সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা উল্লেখ করে বলেন, প্রধান উপদেষ্টা তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে কাজ করবে দুই দেশ।


‘আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্প তার নতুন মেয়াদ শুরু করার সঙ্গে সঙ্গে তার শুভকামনা জানাই’- বলেন তিনি।

ইমপিচমেন্ট, ফৌজদারি অভিযোগ এবং হোয়াইট হাউসে আরেকটি মেয়াদে জয়ী হওয়ার প্রচারণায় জোড়া হত্যা প্রচেষ্টাকে কাটিয়ে উঠে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) রাজধানী ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

গত বছরের ৬ নভেম্বর নির্বাচিত হওয়ার পর পরই ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছিলেন, তিনি ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্বকে আরও জোরদার এবং টেকসই উন্নয়নে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করতে উন্মুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ